বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ২৪ ঘণ্টার হরতাল চলছে। অন্যান্য দিনের মতো আজকেও হরতাল চলছে অনেকটা ঢিলেঢালাভাবে। যথারীতি নিজেদের কর্মস্থলের উদ্দেশ্যে ছুটছেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় দেখা যায়, গেল কয়েক দিনের মতো আজকেও স্বাভাবিকভাবেই চলছে যানবাহন। স্বাভাবিক দিনের এই সময়ে সড়কগুলোতে গাড়ির জটলা থাকলেও আজকে কিছুটা কম। গণপরিবহণ চলছে কম। কিছুক্ষণ পরপর আসছে এই রুটে নিয়মিত চলাচলকারী বাস।
বিজ্ঞাপন
এ বিষয়ে যাত্রীরা বলছেন, হুটহাট গাড়িতে অগ্নিকাণ্ডে আতঙ্ক বাড়ছে। মুগদা বিশ্বরোড থেকে লেগুনাযোগে মতিঝিল যাওয়ার সময় এক বেসরাকারী চাকরিজীবী বলেন, সামনে দিন-দিন পরিস্থিতি আরও খারাপ হবে। যখন তখন গাড়িতে আগুন দিতাছে। সবসময় আতঙ্কে থাকতে হয়।
এদিকে এই এলাকায় হরতাল অবরোধের সমর্থনে তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। সকাল থেকে কোনো অপৃতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। সড়কে মাঝেমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকাল থেকে হরতাল কর্মসূচি থাকলেও বুধবার রাত থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সংঘর্ষের পর থেকে টানা হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপিসহ সমমনা দলগুলো।
টিএই/এমএইচএম

