বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইইউয়ের নির্বাচনী কারিগরি বিশেষজ্ঞ দল ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

ইইউয়ের নির্বাচনী কারিগরি বিশেষজ্ঞ দল ঢাকায়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের একটি কারিগরি বিশেষজ্ঞ দল।

বুধবার (২৯ নভেম্বর) সকালে একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। দুই মাসের মিশনে ঢাকায় এসেছে বিশেষজ্ঞ দলটি।


বিজ্ঞাপন


বিশেষজ্ঞ দলের সদস্যরা হলেন- ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

আগামী রোববার থেকে প্রতিনিধি দল তাদের কার্যক্রম শুরু করবে। সেদিন প্রথমে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন তারা।

বাংলাদেশে এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ। এর আগে গত ২০শে সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায় ইউরোপের ২৭ দেশের এই জোট।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর