বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার
ছবি: সংগৃহীত

মিরপুরের পল্লবী এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগানোর সময় আসাদুল তালুকদার (৩০) ও ইউসুফ শেখ (২৭) নামে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যার দিকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত কমিশনার ড. মহিদ উদ্দিন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিকড় পরিবহনের একটি বাসের অগ্নিসংযোগ করা হয়। এ সময় দুজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তাদের পেছনে কারা কাজ করেছে সেটিও আমাদের তদন্তে উঠে এসেছে। নেপথ্যের হোতাদেরও বের করতে সক্ষম হবো। তারা স্বীকার করেছে যে অগ্নিসংযোগ করেছে। তারা ইতোপূর্বেও তারা অগ্নিসংযোগের জন্য বিভিন্ন এলাকায় প্রচেষ্টা চালিয়েছে। তাদের পেছনে ইনন্ধনদাতা রয়েছে। 


বিজ্ঞাপন


তিনি আরও জানান, গত ২৯ অক্টোবর থেকে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ কাজে বিভিন্ন পেশার মানুষ তাদের গ্রেফতারের জন্য পুলিশকে সহায়তা করেছে। 

এমআইকে/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর