শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

তারপিনের ড্রাম কাটতে গিয়ে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইনস্টিটিউটে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

তারপিনের ড্রাম কাটতে গিয়ে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইনস্টিটিউটে

রাজধানীর আগারগাঁওয়ে তারপিনের ড্রাম কাটতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছেন চার শ্রমিক। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- ২৬ বছর বয়সী মোজাফফর, রফিকুল, মো. রবিন এবং সরলাল দাস।


বিজ্ঞাপন


সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে তালতলায় নুরানি কনস্ট্রাকশন নামে একটি ভবনে তারপিনের ড্রাম কাটার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে চার শ্রমিক দগ্ধ হন। এরপর দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, চারজনের হাত ও পায়ের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। তবে তাদের নিয়ে শঙ্কার কিছু নেই।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর