ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে বিভিন্ন কাজে যাওয়া বিশিষ্ট নাগরিকদের আপ্যায়নের খবর ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ট্রল করেন এবং ডিবি অফিসকে ‘ভাতের হোটেল’ বলে আখ্যায়িত করেন। বেশ কয়েক মাস ধরে এমন ট্রল চলছে। এবার সেই ট্রল নিয়ে কথা বললেন ডিএমপির ডিবিপ্রধান হারুন অর রশিদ। তিনি বললেন এটা মানুষ তাদের রসবোধ থেকে করে থাকে। এটাকে তারা নেতিবাচক নয়, বরং ইতিবাচক অর্থে নিয়েছেন। ডিবি অফিসে গিয়ে মানুষ আপ্যায়িত হচ্ছেন এতে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করেন তিনি।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে হারুন অর রশিদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গয়েশ্বরকে ডিবি কার্যালয়ে আপ্যায়ন
হারুন বলেন, আমরা তো আসলে কাউকে ডেকে এনে খাওয়াই না। কেউ যদি কাজের জন্য আমাদের কাছে আসে, তার কাজটা করে দেওয়ার চেষ্টা করি আর পাশাপাশি লাঞ্চ টাইম হলে লাঞ্চের অফার করি। তিনি অফার গ্রহণ করলে খেয়ে যান।
ডিবিতে সব মানুষের অভিযোগের কথা শোনা হয় জানিয়ে এই কর্মকর্তা বলেন, আমি মনে করি ডিবি যেহেতু একটি আস্থার জায়গা, ডিবিতে সাধারণ মানুষ আসে, আমরা তাদের কাজ করে দিই। আমি মনে করি এইটা আমাদের একটা দায়িত্ব। আর ডিবি পুলিশ যে মানবিক এটার একটা উদাহরণ হচ্ছে, আমরা মানুষকে আপ্যায়ন করি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ‘সরকারের কাছে এত টাকা নেই যে গয়েশ্বরকে কিনতে পারে’
আলোচিত এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা স্বাধীন দেশের পুলিশ, আমরা যদি কাউকে আপ্যায়ন করি এইটা তো খারাপ কিছু না। আর যারা রসবোধ থেকে ‘ভাতের হোটেল’ বলে তারাও কিন্তু ভালো অর্থে বলে, খারাপ অর্থে বলে না। এতে আমরা উৎসাহিত হই। মানুষ আসছে, কাজ করে যাচ্ছে এবং খেয়ে যেতে পেরে আমাদের প্রশংসাও করছে।
এমআইকে/জেবি

