শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

বিআরটিসির বাসে আগুন, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

বিআরটিসির বাসে আগুন, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
আগুনে ক্ষতিগ্রস্ত গাড়ি ও গ্রেফতার টুটুল। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১০নং গোল চত্বরের পাশে ফায়ার সার্ভিসের সামনের রাস্তায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাজেদুল আলম টুটুল (৪৫) নামে এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) অভিযান চালিয়ে ঘটনাস্থলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


রাতে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মিরপুর বিভাগের ডিসি জসিম উদ্দিন মোল্লার বরাত দিয়ে ডিএমপি মিডিয়া বিভাগ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তি রূপনগর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। সোমবার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

টুটুল বিআরটিসির দোতলা বাসে যাত্রীবেশে আগুন দিয়েছিলেন বলে দাবি করেছে পুলিশ। বিআরটিসি বাসের চালক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে সোমবার দুপুর আড়াইটার দিকে দোতলা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে গাড়িটির বেশির ভাগ পুড়ে গেছে


বিজ্ঞাপন


এমআইকে/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর