শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক তিন সংস্থার সাড়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক তিন সংস্থার সাড়া পেয়েছে ইসি
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইচ্ছা প্রকাশ করেছে।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলো হলো ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট)।


বিজ্ঞাপন


বুধবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

পরিচালক জানান, উপরোক্ত সংস্থাগুলোর মধ্যে কমনওয়েলথ আগামী ১৯ নভেম্বর তাদের প্রাক নির্বাচনী মূল্যায়ন দল (প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন) নির্বাচন কমিশনের সঙ্গে সভা করবে বলে তারিখ নির্ধারিত হয়েছে।

এছাড়া অন্য দুটি সংস্থা থেকে ইতোমধ্যেই প্রাক নির্বাচনী মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সভা করেছে।

নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে অনুষ্ঠিত হতে পারে দ্বাদশ সংসদ নির্বাচন।


বিজ্ঞাপন


বিইউ/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর