মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেরাদিয়ায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

মেরাদিয়ায় বাসে পেট্রোল বোমার আগুনে চালক দগ্ধ

রাজধানীর দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া এলাকায় অছিম পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে সবুজ (৩০) নামে রমজান পরিবহনের এক বাসচালক দগ্ধ হয়েছেন। একই ঘটনায় অছিম বাসের চালক ও হেল্পার আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য পৃথক দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০৫ নভেম্বর) ভোরে মেরাদিয়া এলাকার বাশপট্টি এলাকায় বাসটি পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িতে থাকা রমজান পরিবহনের চালক সবুজ দগ্ধ হন। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

ashim

তিনি জানান, ভোরে সবুজ নামে এক চালককে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। তিনি মেরাদিয়া এলাকায় পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়েছেন।

>> আরও পড়ুন:
১২ ঘণ্টায় ১২ জায়গায় আগুন

তিনি আরও জানান, পেট্রোল বোমার আগুনের প্রথম দগ্ধ হন সবুজ। এছাড়া আহত হয়েছেন সেই বাসের চালক ও হেলপার। তাদেরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সবুজের শরীরের ২৮ শতাংশ পুড়ে যাওয়ার সাথে শ্বাসনালীও পুড়ে গেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

এদিকে তার স্ত্রী জানিয়েছে, সবুজের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গোদাড়িয়া গ্রামে। তারা রাজধানীর বাড্ডা এলাকায় থাকেন।

আজ ভোরে তার স্বামী অছিম পরিবহনের বাসে ডিউটি করার জন্য মেরাদিয়া যাচ্ছিলেন। সেখানে রমজান পরিবহনের বাসটি রাখা ছিল। যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

এমআইকে/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর