শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

কাকরাইলে ককটেল বিস্ফোরণ, বিএনপির ২০০ শতাধিক নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ০৬:১৭ এএম

শেয়ার করুন:

কাকরাইলে ককটেল বিস্ফোরণ, বিএনপির ২০০ শতাধিক নেতা-কর্মী আটক

ঢাকার কাকরাইলে একটি নির্মাণাধীন ভবনে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ওই ভবনে অভিযান চালিয়ে বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগ রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে অভিযান শেষে এ কথা গণমাধ্যমে জানান গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।


বিজ্ঞাপন


তিনি বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে এজন্য পুলিশ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে আসামাত্র ১৫ থেকে ২০টি ককটেল পুলিশের ওপর নিক্ষেপ করা হয়।

গোয়েন্দাপ্রধান বলেন, কাকরাইলের ওই ভবনের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ভবনটিতে কয়েক শ নেতাকর্মী দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। ভবনের ভেতরে রড, লাঠি, ককটেল, চাল, ডাল ও ইটভাঙা পাওয়া যায়। পরে সেখান থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলা হবে।

আজ শনিবার (২৮ অক্টোবর ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটি সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ করবে। ঢাকা মহানগর পুলিশ শুক্রবার রাত সাড়ে ৮টার পরে সেখানে বিএনপিকে এই কর্মসূচি পালনের অনুমতি দেয়। এই মহাসমাবেশ উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ তৈরি করা হচ্ছে। সেখানে দলটির বেশ কিছু নেতাকর্মী উপস্থিত রয়েছেন।

এজেড 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর