বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঋণ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাসে কোটি টাকা আত্মসাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ১০:১৭ পিএম

শেয়ার করুন:

ঋণ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাসে কোটি টাকা আত্মসাৎ

ব্যাংকের ঋণ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চক্রটি ভুয়া প্রতিষ্ঠান খুলে অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিল। অবশেষে ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সৈয়দ আরিফ হাসান রনি, সুমন ইসলাম হৃদয়, রাসেল আহমেদ, হাবিব ও খন্দকার মো. ফারুক।


বিজ্ঞাপন


এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের লোনের নকল অনুমোদনপত্র, নকল সিল সাতটি, ঋণের নকল চুক্তিপত্র, অফিস রেজিস্ট্রার, বিভিন্ন ব্যাংকের নকল ঋণ আবেদনপত্র এবং গ্রাহককে প্রদানকৃত নকল মানি রিসিট জব্দ করা হয়।

শুক্রবার মতিঝিল ও বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বলে দাবি করেছে ফাইনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া ফাইনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদুল হাসান শনিবার জানান, ইলমান খান নামে এক ব্যক্তি ফেসবুকে দীর্ঘমেয়াদি ঋণসংক্রান্ত তথ্য দেখে গ্রেফতারকৃত আরিফের সাথে যোগাযোগ করেন। এক পর্যায়ে আরিফ শিল্প ঋণ, এসএমই, পার্সোনাল লোন ও হোম লোনসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ প্রক্রিয়া করার কথা ইলমানকে জানান। ভিকটিম তার কথা বিশ্বাস করে দুটি লোনের জন্য আরিফের সাথে লিখিত চুক্তি করেন এবং অফিস খরচ, ঋণের প্রাক অনুমোদন অডিট বাবদ বিভিন্ন সময়ে ২১ লাখ পাঁচ হাজার টাকা দেন। পরে ইলমান বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। ইলমান পাওনা টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টাকা না দিয়ে হুমকি দেন। এই ঘটনায় ইলমান ডিএমপির মতিঝিল থানায় মামলা করেন।

তিনি আরও জানান, মামলাটি ডিএমপির গোয়েন্দা বিভাগে হস্তান্তর হলে ফাইনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে শুক্রবার সকাল ৯টায় মতিঝিল ও বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


প্রতারণা এড়াতে লোন বা আর্থিক কাজের জন্য সরাসরি ব্যাংক বা আর্থক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর