মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘গাজার জন্য খাবার বা ওষুধ নয়, আর্থিক সহযোগিতার সুযোগ আছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

‘গাজার জন্য খাবার বা ওষুধ নয়, আর্থিক সহযোগিতার সুযোগ আছে’

দখলদার ইসরায়েল বাহিনীর হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজার জন্য বাংলাদেশিদের কাছ থেকে খাবার বা ওষুধ নেওয়া হচ্ছে না। তবে আর্থিক সহযোগিতা কেউ দিতে চাইলে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, 'মানুষ চাইলে অন্য সহযোগিতা করতে পারেন। তবে খাবার বা ওষুধ নয়। দূতাবাসের অ্যাকাউন্ট নাম্বার আছে, সেটা আর্থিক সহযোগিতা পাঠাতে পারবেন।'


বিজ্ঞাপন


খাবার না নেওয়ার কারণ ব্যাখ্যা করে রাষ্ট্রদূত বলেন, 'আমরা খাবার নিচ্ছি না। কারণ খাবার পাঠানো কঠিন। খাবারের দামের চাইতে সেটা পাঠানোর খরচ বেশি হয়। বাংলাদেশ সরকারও আমাদের একই কথা জিজ্ঞেস করেছিল। আমরা তাদের প্রয়োজনীয় ওষুধের একটা তালিকা দিয়েছি।’

রাষ্ট্রদূত বলেন, 'বাংলাদেশের মানুষ অনেকে দূতাবাসে ওষুধ পৌঁছে দিতে চায়। আমরা দূতাবাসে সেটা গ্রহণ করতে পারছি না। কারণ দূতাবাস সেটা কোথাও পাঠাতে পারবে না। সব বর্ডার বন্ধ। গাজা সম্পূর্ণ অবরুদ্ধ।'

ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, কেউ আর্থিক সহযোগিতা পাঠাতে চাইলে-

বিকাশ – 01937791254 (মার্চেন্ট)


বিজ্ঞাপন


নগদ – 01937791254 (মার্চেন্ট)

উপায় – 01937791254 (মার্চেন্ট)

ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার: 1804017746

অ্যাকাউন্টের নাম: Embassy of the State of Palestine, Dhaka

ব্যাংকের নাম: Commercial Bank of Ceylon PLC, Gulshan Branch, Bangladesh

Swift Code: CCEYBDDH

Routing Number: 080261722

কারই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর