বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘প্রধানমন্ত্রীর আত্মীয়’ পরিচয়ে মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারণা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১০:২১ এএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণা, অবশেষে র‌্যাবের হাতে ধরা
গ্রেফতার আবু হানিফ তুষার ( লাল বৃত্ত দিয়ে চিহ্নিত )।

প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয় দিয়ে নানাজনকে মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আবু হানিফ তুষার ওরফে হানিফ মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার সকালে র‌্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় বিষয়টি জানানো হয়। ক্ষুদেবার্তায় জানানো হয়েছে, হানিফ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিকটাত্মীয় হিসেবে মিথ্যা পরিচয় ও সুসম্পর্কের কথা বলে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্তি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে পদায়ন ও পদোন্নতি এবং সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়াসহ বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণা করত৷ এভাবে তিনি বিপুল অর্থ আত্মসাৎ করেন। অবেশেষ আর শেষ রক্ষা হয়নি। র‌্যাবের জালে ধরা পড়েন তিনি। গ্রেফতারের সময় হানিফের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।


বিজ্ঞাপন


হানিফের ব্যাপারে বিস্তারিত জানানো বুধবার সকাল ১১টায় কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডেকেছে এলিট ফোর্স র‌্যাব। সেখানে হানিফের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।

এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর