১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে নিজের লেখা উপন্যাসের মোড়ক উন্মোচন করতে বাংলাদেশে এসেছেন মিসরীয় লেখক মোহসেন আল আরিশি।
মঙ্গলবার (১৭অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি। ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
বিজ্ঞাপন
এর আগে শেখ রাসেলকে নিয়ে আরবি ভাষায় আরিশির লেখা উপন্যাস ‘সেদিন তারা চাঁদ হত্যা করেছিল’ বইটি গত জুলাইয়ে প্রথম প্রকাশিত হয় মিসরের কায়রোতে। এবার উপন্যাসটির বাংলা অনুবাদ আকারে প্রকাশিত হবে ঢাকায়। যা প্রকাশ করছে বাংলাদেশের অনিন্দ্য প্রকাশ। এটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের জনগণকে। এরইমধ্যে উপন্যাসটি বাংলায় অনুবাদও হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরে উপন্যাসটির মোড়ক উন্মোচন করা হবে। যেখানে উপস্থিত থাকবেন লেখক মোহসেন আল আরিশি। উপন্যাসটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। বিশেষ আলোচক হিসেবে থাকবেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী বলেন, আমাদের বিশ্বাস বিশ্বসাহিত্যে এই উপন্যাস ইতোমধ্যে স্থান করে নিয়েছে। উপন্যাসটির নামই বলে দেয়, এটি চিন্তার জগতে কত তাৎপর্যপূর্ণ। এরকম একটি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমরা গর্বিত।
বিজ্ঞাপন
আরবিতে লেখা এই উপন্যাসটির বাংলায় অনুবাদ করেছেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের উপপরিচালক অধ্যাপক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ, (এম এ আরবি সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়), মোহাম্মদ তরিকুল ইসলাম, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, ফরিদপুর পোস্টাল বিভাগ (ডিপ্লোমা ইন এরাবিক ল্যাংগুয়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিনিয়র সহকারী সচিব মো. জাহাঙ্গীর আলম, (এম এস এস, সমাজবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
বিইউ/এমআর

