সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পছন্দের শীর্ষে ভারতীয় পাঞ্জাবি

আমিরুল ইসলাম
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

পছন্দের শীর্ষে ভারতীয় পাঞ্জাবি

ঢাকায় জমে উঠেছে ঈদবাজার। শহরের দোকানগুলোয় কর্মীদের এখন দম ফেলার ফুরসত নেই। প্রতিটি দোকানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড়। দোকানিরাও বাহারি রঙের দেশি-বিদেশি পোশাক টাঙিয়ে রেখেছেন। তবে বেশি কেনাবেচা হচ্ছে ভারতীয় বিভিন্ন সিরিয়াল থেকে নামকরণ হওয়া পোশাক ও ভারতীয় পাঞ্জাবির।

ঈদকে ঘিরে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো। সরেজমিনে রাজধানী গুলিস্তানের পীর ইয়ামিনি মার্কেটে গিয়ে দেখা যায়, ঈদ সামনে রেখে সব শ্রেণির মানুষ ছুটছেন বিপণি বিতানগুলোয়। সুলতান, প্রিন্সের মতো নামিদামি ব্যান্ডের পাঞ্জাবি ছাড়াও সাধ্যমতো কুর্তা ও অন্যান্য পাঞ্জাবি কিনছেন ক্রেতারা।


বিজ্ঞাপন


তবে অনেক ক্রেতার অভিযোগ- এবারের ঈদবাজারে পোশাকের দাম একটু বেশি। যদিও পছন্দের পোশাক মেলায় টাকা বেশি লাগলেও কিনছেন অনেকেই।

Eid

গুলিস্তানের পীর ইয়ামিনি মার্কেটে ঈদের বেচাকেনা বেড়েছে। তবে, এই মার্কেটে ২৭ রমজান থেকে শুরু করে পরের তিনদিন সবচেয়ে বেশি বিক্রি হয়। খুচরা এই মার্কেটে দামও ক্রেতাদের হাতের নাগালে তাই এখানে বিক্রিও বেশি হয়।

পাঞ্জাবি কিনতে আসা সঞ্জয়ের সঙ্গে কথা হলে তিনি ঢাকা মেইলকে বলেন, ‘ঈদ উপলক্ষে পাঞ্জাবি কিনতে এসেছি। দাম কিছুটা বেশি। তবে পছন্দের পণ্য পাওয়া যাচ্ছে। গত দুই বছর ঈদে কেনাকাটা করতে পারিনি, তাই এবারের ঈদে আগেভাগেই কিনে রাখছি।’


বিজ্ঞাপন


Eid

পুষ্প পাঞ্জাবি ফ্যাশনের মালিক খালিদ চৌধুরী জানান, এ বছর পাঞ্জাবির দাম তুলনামূলক কম। কম দামের মধ্যে চার থেকে ৫০০ টাকাতেই ভালো পাঞ্জাবি পাওয়া যায়।

এদিকে, খুচরা ব্যবসায়ী মো. দুলাল খান জানান, ঈদ উপলক্ষে পাঞ্জাবি চাহিদা আছে, তাই বিক্রিও ভালো। ইসলামপুর থেকে পাইকারি কিনে আমরা এখানে খুচরা বিক্রি করি। প্রতি বছরের ন্যায় এবারও পাঞ্জাবি বেশি বিক্রির আশাবাদী তিনি।

দুলাল খান বলেন, এ বছর আরও বেশি বিক্রি হবে। গত দুই বছর করোনায় তেমন ঈদ করতে পারেনি কেউ। সেভাবে কেনাকাটাও করতে পারেনি অনেকে। তাই এবারের ঈদে সবার চাহিদা পাঞ্জাবির প্রতি।

ব্যবসায়ী দুলাল বলেন, আমার দোকানে ২০০ থেকে শুরু করে এক হাজার টাকা দামের মধ্যেই ভালো মানের পাঞ্জাবি পাওয়া যায়। আবার যাকাতের জন্য চার থেকে ৫০০ টাকা দামের পাঞ্জাবিও আছে।

এদিকে, ভারতীয় পাঞ্জাবি আমদানি করে ঊষা গার্মেন্টসের মালিক শফিউল ইসলাম জানান, ভারতীয় পাঞ্জাবির চাহিদা বেশি। আমরা আমদানি করে এনে এসব পাঞ্জাবি বিক্রি করি।

শফিউল ইসলাম বলেন, এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা দামের ভারতীয় পাঞ্জাবিও পাওয়া যায়। এই পাঞ্জাবির ডিজাইন দেশের পাঞ্জাবির চেয়ে ভালো। আবার মানেও ভালো এসব পাঞ্জাবি। তাই অনেকেরই ভারতীয় পাঞ্জাবির প্রতি বেশি আগ্রহ।

এএম/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর