পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আরেকটি পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারপ্রধান বলেছেন, বাংলাদেশ আগামীতে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। এই পরমাণু বিদ্যুৎকেন্দ্র সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আরেকটি পদক্ষেপ, আমরা করতে পারছি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে গণভবনে আয়োজিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিও এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৩ সালের জানুয়ারি মাসে মস্কোতে অনারেবল প্রেসিডেন্ট আপনার সঙ্গে বৈঠক হয়। রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় এবং সেটা আমি সবসময় বিশেষভাবে স্মরণ করি। ২০১৩ সালের ২ অক্টোবর প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছি, এখন পর্যন্ত মাননীয় প্রেসিডেন্ট আপনার সহযোগিতায় সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে।’
বিজ্ঞাপন
সরকারপ্রধান বলেন, ‘আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করছি। আমাদের বন্ধুপ্রতীম দেশ, পরীক্ষিত, রাশান ফেডারেশন এবং রাশিয়ান প্রেসিডেন্ট এখানে উপস্থিত থেকে বাংলাদেশকে সম্মানিত করেছেন। আমাদের সবাইকে সম্মানিত করেছেন।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের এই পরীক্ষিত বন্ধুদেশকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ আগামীতে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। এই পরমাণু বিদ্যুৎকেন্দ্র সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আরেকটি পদক্ষেপ আমরা করতে পারছি।’
অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্টকে বাংলাদেশের জনগণ, সরকার এবং ব্যক্তিগত পর্যায় থেকে নিজের ও তাঁর পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বাংলাদেশের জন্য কাজ করছেন- এমন সবাইকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্ব অটুট থাকার প্রত্যাশা ব্যক্ত করেন সরকারপ্রধান।
/আইএইচ

