সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

‘যারা নিষেধাজ্ঞা দেবে, বাংলাদেশও তাদের ওপর নিষেধাজ্ঞা দেবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

‘যারা নিষেধাজ্ঞা দেবে, বাংলাদেশও তাদের ওপর নিষেধাজ্ঞা দেবে’
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশেও ভিসানীতি রয়েছে এবং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে, তাদের ওপরও বাংলাদেশ নিষেধাজ্ঞা আরোপ করবে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বুধবার (০৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


দেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একই অবস্থানে রয়েছে বলে জানান ড. মোমেন। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলেছি যে আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। যুক্তরাষ্ট্রও চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সে লক্ষ্যে তারা সহায়ক ভূমিকা পালন করবে। আর যারা নির্বাচনে অংশ নেবে না তাদের পাশে যুক্তরাষ্ট্র নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি পাওয়ায় বিদেশিরা আসছেন এবং আগের চেয়ে বেশি যোগাযোগ রাখছেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ এখানে নিজেদের পণ্য রফতানি করতে আসে।

>> আরও পড়ুন:
ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: ড. মোমেন
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘মধুর সম্পর্কে’ তিক্ততা সৃষ্টির চেষ্টা চলছে


বিজ্ঞাপন


পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমুখী সম্পর্ক রয়েছে এবং দুই দেশ জলবায়ু পরিবর্তন, নিয়ন্ত্রিত অভিবাসন, রোহিঙ্গা সংকট ও নিরাপত্তা ইস্যু নিয়ে নিয়মিত আলোচনা করে।

‘বাংলাদেশ একটি উন্নত বিশ্বের জন্য বহুপাক্ষিকতার ওপর জোর দেয়,’ যোগ করেন তিনি।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা শক্তিশালী করেছেন।

শেখ হাসিনার সাহস ও আস্থা আছে উল্লেখ করে ড. মোমেন বলেন, জনগণ ভোট দিলে তা অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হবে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর