রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভোক্তা অধিকারের অভিযানে ১০৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৩, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

ভোক্তা অধিকারের অভিযানে ১০৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সারাদেশে একযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ভোক্তা অধিকারের ৫২টি টিম ৬৩টি বাজারে অভিযানের মাধ্যমে ১০৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।  


বিজ্ঞাপন


ovijan_2
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান।

আতিয়া সুলতানা জানান, ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে বাজার অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরও জানান, অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫০টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। ভোক্তার অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

ডিএইচডি/এমএইচএম
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর