রাজধানীর উত্তরা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেফতারকৃতরা হলেন- আসিফ, ফারুক ও আবুল কাশেম।
বিজ্ঞাপন
সোমবার (২ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে উত্তরা-পশ্চিম থানা পুলিশ।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম।
বিজ্ঞাপন
তিনি জানান, কয়েকজন ব্যক্তি উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। তাদের কাছে মাদক আছে এবং সেগুলো তারা বিক্রির জন্য অবস্থান করছে বলে তথ্য আসে। পরে সেই স্থানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানো চেষ্টা করে তারা। কিন্তু পুলিশ তাদেরকে ধরে ফেলে। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় মামলা হয়েছে।
এমআইকে/এমএইচএম

