সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ
এলজিইডি প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলি আখতার হোসেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলি আখতার হোসেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. আলি আখতার হোসেনকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগে গত ১২ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত চলতি দায়িত্ব প্রদান সংক্রান্ত কমিটি সভার সুপারিশক্রমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মকর্তা অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) মো. আলি আখতার হোসেনকে প্রধান প্রকৌশলীর শূন্য পদে প্রধান প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হলো।

এর আগে এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিনকে ২৯ সেপ্টেম্বর থেকে অবসর দেওয়া হয়। 

মো. আলি আখতার হোসেন এলজিইডিতে একজন সজ্জন ও ভালো মানুষ হিসেবে সমধিক পরিচিত। একজন দক্ষ প্রকৌশলী হিসেবেও তিনি এলজিইডিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে চাকরি করে আসছেন।

টিএই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর