সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মানবপাচার চক্রের ৯ সদস্য গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

মানবপাচার চক্রের ৯ সদস্য গ্রেফতার

মানবপাচার চক্রের অন্যতম মূল হোতাসহ নয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (৩০ সেপ্টেম্বর) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) উপপরিচালক আমিনুল ইসলাম বিয়ষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মুক্তা বেগম (৪৫), শাহনাজ বেগম (২৫), নিপা আক্তার (২০), মনি শীল (২১), লাইলী (২৫), সম্রাট খন্দকার (২৫), ওসমান গনি বেপারী (২৫), মিরাজ (২৫) ও সিদ্দিক (৪০)।

র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার নারী ও শিশুপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি বেশ কিছুদিন ধরে পরস্পর যোগসাজসে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন এলাকার গরিব, অসহায়, বেকার এবং বিভিন্ন স্কুল ও কলেজে পড়ুয়া মেয়েদের উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল।

আমিনুল ইসলাম জানান, চক্রটি মেয়েদের ফাঁদে ফেলে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করত। এছাড়া অবৈধপথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে পাশের দেশে পাচার করে আসছিল।


বিজ্ঞাপন


তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর