ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বাংলাদেশ ফেস্টিভ্যাল শেষ হচ্ছে আজ। শেষ দিনে অফারের ছড়াছড়ি চলছে। দেশের অভ্যন্তরে ছাড়াও বিদেশের বিভিন্ন জায়গায় পর্যটক পেতে এজেন্সিসহ এয়ারলাইন্সগুলো বিভিন্ন অফার দিচ্ছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফেস্টিভ্যালের শেষ দিনে সরেজমিনে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
প্রথম দিন থেকে ইউএস-বাংলা দেশের অভ্যন্তরে কক্সবাজারে মাত্র ১৩ হাজার টাকায় দুই রাত তিন দিন থাকার অফার দিচ্ছে।
দেশের অভ্যন্তরে বিভিন্ন রুটে পর্যটক পেতে এজেন্সিগুলোও হোটেল থেকে শুরু করে যাতায়াত টিকিটে ছাড় দিচ্ছে। কেউ কেউ প্যাকেজ ঘোষণা করেছে।
শেষ দিনে জমে উঠেছে বাংলাদেশ ফেস্টিভ্যাল। ছুটির দিন হওয়ায় সকাল সকাল অনেকে এসেছেন বুকিং দিতে।

বিজ্ঞাপন
মেলায় দেশের অভ্যন্তরে কুয়াকাটা, সুন্দরবন, কক্সবাজার ও সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য এজেন্সিগুলোর স্টলের সামনে ভিড় করছেন অনেকে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটার জন্য রিয়েল টুরস অ্যান্ড ট্রাভেলস নামের একটি এজেন্সি চারটি প্যাকেজ ঘোষণা করেছে।
এই প্যাকেজের মধ্যে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়া ছাড়াও সুন্দরবনের পূর্বাংশ টেংরাগিরি পর্যন্ত দেখানো হবে। তারা একদিন থেকে তিন রাত পর্যন্ত অফার দিচ্ছে। দুই হাজার থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত অফারে তারা পর্যটকদের কুয়াকাটা দেখাতে চায়।
একই এলাকায় পর্যটকদের থাকার জন্য আটটি আবাসিক হোটেল ২০ থেকে ৩০ শতাংশ ছাড় দিয়েছে। তবে এই অফার শুধু আজকে যারা মেলায় এসে বুকিং দেবেন তাদের জন্য। এসব হোটেলে রুম বুকিং করলে ফ্যামিলি থেকে সিঙ্গেল পর্যন্ত ভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। ভাড়া পড়বে আড়াই থেকে ছয় হাজার টাকা। আর সুন্দরবন যেতে চাইলে আজকের বুকিং করা ব্যক্তিকে যাতায়াতে ১০ শতাংশ ছাড় দিচ্ছে।

পর্যটকদের পাহাড়ের সাজেক ভ্যালিতে নিয়ে যেতে ৪০ শতাংশ ছাড় দিয়েছে মেঘ কাব্য নামের একটি ট্রাভেল এজেন্সি। এজেন্সিটির সংশ্লিষ্টরা বলছেন, তারা পর্যটকদের সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ৮০০ ফুট উচ্চতায় তৈরি করা ২১ প্রকার কটেজে রাখতে চায়। যেখান থেকে উপভোগ করা যাবে মেঘ, সূর্যাস্ত, পূর্ণিমার রাত।
আয়েশা ও অবন্তি দুই বান্ধবী আজ শেষ দিনে মেলায় বিভিন্ন অফার জানতে এসেছেন। তারা বলছিলেন, কুয়াকাটা ও কক্সবাজার গিয়েছি। এবার সাজেক ভ্যালি যেতে চাই। কিন্তু তারা যে অফার দিচ্ছে তাতে রুম ভাড়াগুলো বেশি মনে হলো।
তবে কক্সবাজার রুটে ইউএস-বাংলার মাত্র ১৩ হাজার টাকায় দুই রাত তিন দিন অফারে পর্যটকরা বেশ খুশি। ইউএস-বাংলার সংশ্লিষ্টরা জানালেন, তারা কক্সবাজার রুটে বেশ সাড়া পাচ্ছেন।
এমআইকে/জেবি

