সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লন্ডনের পথে প্রধানমন্ত্রী

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১০ পিএম

শেয়ার করুন:

লন্ডনের পথে প্রধানমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রে ১৩ দিনের সফর শেষে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন। আগামী ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন সরকারপ্রধান।

লন্ড‌নে বিমানবন্দ‌রে যুক্তরা‌জ্যে নিযুক্ত বাংলা‌দে‌শের হাইক‌মিশনার সাইদা মুনা তাননীম প্রধানমন্ত্রী‌কে স্বাগত জানা‌বেন। এরপর হো‌টেল ল‌বি‌তে যুক্তরাজ‌্য আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী‌কে অভ‌্যর্থনা জানা‌বেন।


বিজ্ঞাপন


সফর শেষ করে প্রধানমন্ত্রী স্বদেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন এবং ৪ অক্টোবর ঢাকায় ফেরার কথা রয়েছে।

>> আরও পড়ুন:

বিদেশ যেতে হলে খালেদাকে আবার জেলে যেতে হবে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে, এটা তাদের ইচ্ছা: প্রধানমন্ত্রী


বিজ্ঞাপন


এর আগে, গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের পর নিউইয়র্ক থেকে ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি পৌঁছান শেখ হাসিনা।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর