সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ৭০ হাত দীর্ঘ নৌকা নিয়ে এসেছেন আনিসুর রহমান। যার নাম দিয়েছেন শাপলা এক্সপ্রেস। দেশের দীর্ঘ এই নৌকা দেখতে শত শত মানুষ ভিড় করছে। নৌকার সাথে স্মৃতি ধরে রাখতে কেউ তুলছেন সেলফি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী চলা বাংলাদেশ ফেস্টিভ্যালে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
আনিসুর রহমান জানান, নৌকাটি দেশের সবচেয়ে বড় নৌকা। তবে এটি নৌকা বাইচের জন্য ব্যবহৃত হয়ে থাকে। নৌকা বাইচের সময় নৌকাটিতে মাঝি-মাল্লাসহ ৬৮ জন বসতে পারে।
নৌকাটির মাঝি বাবলু হোসেন জানান, সিরাজগঞ্জ এলাকার বিভিন্ন নৌকা বাইচ প্রতিযোগিতায় তারা এই নৌকা নিয়ে প্রতিযোগিতা করেন। গত ১৫ বছর আগে এটি তৈরি করা হয়েছিল। এখনো চলছে। এই নৌকা দিয়ে আরও ২০ বছর তারা খেলতে পারবেন বলেও জানান।
মেলার প্রবেশ মুখে রাখা হয়েছে এই নৌকা। সাজানো হয়েছে বেলুন দিয়ে। সামনে বিভিন্ন ধরনের মালা জড়িয়ে দেওয়া হয়েছে। শাপলা এক্সপ্রেস মেলায় এক অন্যরকম আবহ তৈরি করেছে দর্শনার্থীদের মাঝে।
বিজ্ঞাপন
মিরপুর থেকে এসেছিলেন জহিরুল ইসলাম। তার মেয়েকে যখন নৌকাটি দেখাচ্ছিলেন মেয়ে নৌকার সাথে ছবি তুলবে বলে জেদ ধরে বসলো। অগত্যা মেয়েকে সেলফি তুলে দিলেন নৌকার সাথে।
কেউ কেউ শুধু ছবি তুলে ক্ষান্ত হয়নি, সেটির ভিডিও করতেও দেখা গেছে অনেককে।
প্রবেশ মুখে এমন নৌকা দেখে অনেকেই অবাক হচ্ছেন। মূলত বাংলাদেশ পর্যটন বোর্ডের আয়োজনে দেশের ঐতিহ্যকে তুলে ধরতে সিরাজগঞ্জ থেকে নৌকাটি আনা হয়েছে।
বাংলাদেশ ফেস্টিভ্যালের তৃতীয় দিন আজ। আগামীকাল শেষ হবে এই ফেস্টিভ্যাল।
এমআইকে/এমএইচএম

