সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ খোয়ালেন মোটরবাইক আরোহী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১২ এএম

শেয়ার করুন:

DMCH Morgue
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ। ফাইল ছবি

দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রাজধানীর মুগদায় ইমন খন্দকার (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও একজন আহত হলে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুগদার দক্ষিণ মান্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ১০টার দিকে মোটরবাইক আরোহী ইমনকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


নিহত ইমন গাইবান্ধা সদর উপজেলার পূর্বকমলনই কুঠিপাড়া এলাকার তোফাজ্জল খন্দকারের ছেলে। বর্তমানে তিনি মুগদার দক্ষিণ মান্ডা এলাকায় থাকতেন।

 

আরও পড়ুন

বিভিন্ন অপরাধে রাজধানীতে ৩৯ জন গ্রেফতার

পথচারী মিঠু জানান, রাতে মুগদার দক্ষিণ মান্ডার আমিন মোহাম্মদ গ্রীন মডেল টাউন এলাকায় দ্রুতগামী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরবাইক আরোহী সড়কের ওপর ছিটকে পড়েন। পরে দ্রুত তাকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন ঢামেকে চিকিৎসাধীন।


বিজ্ঞাপন


 

দুর্ঘটনায় মোটরবাইক আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও অবগত করা হয়েছে।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর