সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

Rally
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি। ছবি: ঢাকা মেইল

নানা আয়োজনে দেশে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে বর্ণাঢ্য একটি র‌্যালি পরিকল্পনা মন্ত্রণালয়ের চারদিক ঘুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এর আগে র‍্যালির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। এতে পর্যটন সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


পরে দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মো. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

International-Tourism-Day
চার দিনব্যাপী অনুষ্ঠেয় বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: ঢাকা মেইল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ‘মুজিবস্‌ বাংলাদেশ’ প্রচারণার অংশ হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে।

ফেস্টিভ্যালে সাংস্কৃতিক আয়োজনও থাকছে। যেখানে গম্ভীরা, সিলেটের আঞ্চলিক গান, গাজী কালুর পট, পথনাট্য, বাউল গান, পুথি পাঠ, কাওয়ালী এবং বিশিষ্ট শিল্পীগণের গানের আয়োজনও থাকবে। এছাড়াও ট্যুরিজমের ওপর সুন্দরী প্রতিযোগিতার উপর বিশেষ আয়োজন থাকবে বাংলাদেশ ফেস্টিভালের চতুর্থ দিনে।


বিজ্ঞাপন


এসবের পাশাপাশি বাংলাদেশ ফেস্টিভ্যালে এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুরিস্ট-ভেসেল, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। সঙ্গে থাকছে বিভিন্ন জেলার পর্যটন পণ্য ও সেবা প্রদানকারীরাও। যাতে পর্যটনের বিভিন্ন অফারও থাকবে।

International-Tourism-Day1
অনুষ্ঠিত র‌্যালির একটি মুহূর্ত। ছবি: ঢাকা মেইল 

চার দিনব্যাপী এই ফেস্টিভ্যালে ২০টি হোটেল রিসোর্ট, অঞ্চলভিত্তিক খাবারের স্টল ৭০টি, ডিস্ট্রিক্ট ব্রান্ডিংয়ের আওতায় ২৯টি জেলা, ক্রাফট স্যুভিনিয়র ২৬টি, দুটি এয়ারলাইন্সসহ বিনোদন পার্ক, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, ট্যুর গাইড, বিদেশি দূতাবাসসহ ১৬০টির অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। পাশাপাশি উৎসবে থাকছে বিভিন্ন দেশের খাবারসহ বাংলাদেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজনও।

এছাড়াও বিশ্ব পর্যটন দিবসকে ঘিরে বুধবার দিনব্যাপী পর্যটক ও পর্যটন কেন্দ্রের নিরাপত্তা, আবাসন, এভিয়েশন, পর্যটন খাতে কর্মসংস্থানের সম্ভাবনা ছাড়াও পর্যটন শিল্পে নারীর অংশগ্রহণ, প্রত্নপর্যটন, খাদ্যপর্যটন, পর্যটন ও এভিয়েশন সাংবাদিকতা, প্লাস্টিক ফ্রি সেন্টমার্টিন ইত্যাদি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

এমআইকে/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর