শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতা, ডিএসসিসির ৪ কর্মকর্তাকে নোটিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতা, ডিএসসিসির ৪ কর্মকর্তাকে নোটিশ
নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা ।

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে টানা ৪ ঘণ্টার বৃষ্টিতে ঢাকার বেশ কিছু এলাকা ডুবে যায়। জলাবদ্ধতার কবলে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু ২৪ ঘণ্টাতেও জলাবদ্ধতা নিরসন করতে না পারায় এবার ডিএসসিসির ৪ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


New_market
নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা ।

ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, বৃষ্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেও নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জলাবদ্ধতা নিরসন করতে না পারার ঘটনায় নিজ দায়িত্ব পালনে ব্যর্থতা ও তদারকিতে গাফিলতির দায়ে ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

এসব কর্মকর্তার মধ্যে রয়েছে- করপোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ সোহেল।

ডিএইচডি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর