শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ঢাকা

সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সরকারের সহযোগিতা পাচ্ছি, ইইউ’র চিঠির জবাবে সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সরকারের সহযোগিতা পাচ্ছি, ইইউ’র চিঠির জবাবে সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

‘নির্বাচন সহায়ক পরিবেশ নেই’ উল্লেখ করে বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠানো ঝুঁকিপূর্ণ মনে করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যে কারণে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সংস্থাটি পর্যবেক্ষক দল পাঠাবে না বলে চিঠি দিয়েছিল প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি)। তবে তাদের সেই চিঠির জবাবে সিইসি সাফ জানিয়ে দিয়েছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকার থেকে নির্বাচন কমিশন সব ধরনের সহযোগিতা পাচ্ছে।

শুধু তাই নয়, চিঠিতে সিইসি আরও বলেছেন, সরকারের এই সহযোগিতা অব্যাহত থাকলে কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে।


বিজ্ঞাপন


রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

 

আরও পড়ুন

ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: ড. মোমেন

সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশের ভিত্তিতে আগামী নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের কথা জানায় ইইউ। অবশ্য নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম দাবি করেছেন, আর্থিক সংকটের কারণে ইইউ তাদের পর্যবেক্ষক পাঠাবে না।


বিজ্ঞাপন


 

নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ইউরোপীয় ইউনিয়নকে চিঠির জবাব দিয়েছেন। উনি সেখানে লিখেছেন যে, আমরা আপনাদের চিঠিটা পেয়েছি। আমরা সরকার থেকে যে ধরনের সাপোর্ট পাচ্ছি, এই সাপোর্টটা থাকলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব। সরকার থেকে পূর্বের মতো সহযোগিতা পাবো বলেও আশা করি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করি অল্প পরিসরে হলেও ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে। যতবেশি পর্যবেক্ষক আসবে, জিনিসটা (নির্বাচন) স্বচ্ছ হবে।

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। এ লক্ষ্যে আগামী নভেম্বরে তফসিল ঘোষণা করতে চায় সংস্থাটি।

বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর