বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ঢাকা

ভিসানীতি পুলিশের ওপর প্রভাব ফেলবে না: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

DMP

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য তাদের ভিসানীতি প্রয়োগের যে ঘোষণা দিয়েছে তাতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না বলে মনে করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে পুলিশের কাজের গতি কমবে না বলেও মনে করে ডিএমপি।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির মুখপাত্র ফারুক হোসেন এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ডিএমপির মুখপাত্র বলেন, মার্কিন ভিসানীতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ব্যাপারে অ্যাপ্লাই করা হয়েছে। তবে তারা কারা, এর কোনো তালিকা আমরা পাইনি। যদি ভিসানীতি আসে, তারা হয়তো যুক্তরাষ্ট্র যেতে পারবেন না।

ভিসানীতিতে পুলিশের ভয়ের কিছু নেই জানিয়ে ফারুক বলেন, পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে। পুলিশ এর আগেও এভাবে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। এই ভিসানীতির কারণে আমাদের কাজের গতি কোনোভাবেই থেমে যাবে না বলে বিশ্বাস করি।

আগামী নির্বাচনে পুলিশের দায়িত্ব পালনে এই ভিসানীতি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে পুলিশ যে দায়িত্ব পালন করবে সেটা আমাদের পাশাপাশি অন্যান্য বাহিনীর লোকজনও থাকবে। নির্বাচন কমিশন আগামী নির্বাচনে যে দায়িত্ব পালন করতে বলবে, আমরা সেভাবে দায়িত্ব পালন করব। সে ক্ষেত্রে আমরা মনে করি, ভিসানীতি আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে না।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর