শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ঢাকা

এডিসি হারুন কাণ্ড

তৃতীয় দফা সময় চেয়েছে তদন্ত কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

তৃতীয় দফা সময় চেয়েছে তদন্ত কমিটি
ফাইল ছবি

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সময় চেয়েছে তদন্ত কমিটি। কমিটি আরও তিনদিন সময় বাড়াতে আবেদন করেছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে এমন তথ্য জানা গেছে। 


বিজ্ঞাপন


সূত্র জানিয়েছে, কমিটি তিনদিন সময় চেয়ে ডিএমপি কমিশনার গোলাম ফারুকের কাছে এ আবেদন করেছে। রোববার (২৪ সেপ্টেম্বর) তদন্ত কমিটি এ আবেদন করে। 

এদিকে আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল। এর আগেও তদন্ত কমিটির আবেদন প্রেক্ষিতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুইবার সময় বৃদ্ধি করা হয়। 

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের অভিযোগ ওঠে রমনা জোনের তৎকালীন এডিসি হারুন-অর-রশিদসহ ১০-১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে। থানা হেফাজতে নিয়ে পিটিয়ে তাদেরকে রক্তাক্ত করা হয়। পরদিন ডিএমপি সদর দফতরের উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) আবু ইউসুফকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 

এমআইকে/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর