রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রিপল নাইনে ফোন 

যৌন হয়রানির অভিযোগে দোকানি আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ পিএম

শেয়ার করুন:

যৌন হয়রানির অভিযোগে দোকানি আটক

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এক নারীকে যৌন হয়রানির অভিযোগে কাপড় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠানের মালিককে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ কল পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনা স্থলে ছুটে যায়। এরপর সেই দোকানিকে আটক করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম।


বিজ্ঞাপন


আটক ব্যক্তির নাম শহিদুল ইসলাম। তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায়। তিনি পরিবার নিয়ে মোহাম্মদপুর এলাকায় থাকেন।

এসআই কামরুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, এক নারী তাজমহল রোডে থাকা গোল স্পোর্টস নামে একটি দোকানে কাপড় কিনতে গিয়েছিলেন। এ সময় তিনি চোখে ড্রপ দেওয়ার জন্য দোকান মালিককে জানান। তিনি দোকানটির এক কোণায় গিয়ে চোখের ড্রপ দিচ্ছিলেন। ওই সময় দোকান মালিক শহিদুল তাকে উদ্দেশ্য করে তার প্যান্টের চেইন খুলে বিশেষ অঙ্গ দেখিয়ে মাস্টারবেশন করতে থাকেন। এরপর সেই নারী দ্রুত সেখান থেকে জাতীয় জরুরি সেবায় কল করেন। এরপর পুলিশ সেখানে ছুটে গিয়ে দোকান মালিককে আটক করেছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় সেই নারী থানায় অভিযোগ দিচ্ছেন। যৌন হয়রানির অভিযোগে মামলা হবে। 

এমআইকে/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর