বাংলাদেশ, মিয়ানমার ও এই অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তার জন্য আরও ১১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের বেশি মানবিক সহায়তা প্রদান করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী সম্প্রদায়ের জন্য ৭৪ মিলিয়ন ডলারেরও বেশি।
এই নতুন অর্থায়নের মধ্য দিয়ে ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমার, বাংলাদেশ ও এই অঞ্চলের সংকটে ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ২ বিলিয়ন ডলারেরও বেশি।
বিজ্ঞাপন
মার্কিন সেক্রেটারি অ্যান্টনি জেনারেল ব্লিঙ্কেন বলেন, এই তহবিল বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে জীবনরক্ষাকারী সহায়তা প্রদান করে। যাদের অনেকে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং জাতিগত নির্মূল অভিযান থেকে বেঁচে গেছেন।
আরও পড়ুন: বাংলাদেশের অগ্রাধিকার রোহিঙ্গা প্রত্যাবাসন
তিনি বলেন, এই সহায়তার মধ্যে রয়েছে নিরাপদ পানীয়, স্বাস্থ্যসেবা, সুরক্ষা, শিক্ষা, আশ্রয় ও মনোসামাজিক সহায়তা।
ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং এই অঞ্চলের অন্যান্য রোহিঙ্গা-আশ্রয়কারী দেশের সরকার ও জনগণের উদারতার স্বীকৃতি দেয় এবং অন্য দাতাদের বাংলাদেশে মানবিক প্রতিক্রিয়ায় অবদান রাখতে, মিয়ানমারে সহিংসতা থেকে বিতাড়িত ও ক্ষতিগ্রস্থদের সহায়তা বৃদ্ধি করতে এবং শরণার্থী সংকটের স্থায়ী সমাধানে কাজ করার আহ্বান জানায়।
বিজ্ঞাপন
এইউ