শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ঢাকা

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৩৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৩৯
ফাইল ছবি

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্রীড়াতেও ভালো করছে পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫১ দশমিক ৫ গ্রাম হেরোইন, ২৫০ বোতল ফেনসিডিল, ৫ লিটার দেশিমদ, ৪০ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৪ হাজার ২৭৪ পিস ইয়াবা ও ১৬ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল। 

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর