আবহাওয়ার সম্ভাব্য বিষয় নিয়ে গবেষণা করে পূর্বাভাস দিয়ে থাকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি নিয়মিত তাদের ওয়েবসাইটে সে তথ্য প্রকাশ করে। তবে বৃহস্পতিবারের পূর্বাভাস ও বাস্তবতার মধ্যে আকাশ-পাতাল ফারাক পাওয়া গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ থেকে পরবর্তী ছয় ঘণ্টা আবহাওয়া কেমন থাকতে পারে, সে সংক্রান্ত একটি পূর্বাভাস প্রকাশ করে। পূর্বাভাসটি ঢাকা ও এর পাশ্ববর্তী এলাকার জন্য।
বিজ্ঞাপন
এতে বলা হয়, "আকাশ মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে৷"
বিজ্ঞপ্তির আবহাওয়া অংশে বলা হয়, "সামান্য বৃষ্টি হতে পারে।"
তবে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর ও ধানমণ্ডি এলাকায় বৃষ্টিপাত শুরু হয় সন্ধ্যা সাতটার কিছু পরেই। যা রাত সাড়ে ১১টা পর্যন্ত অব্যাহত ছিল। এরমধ্যে কোথাও কোথাও মাঝে বৃষ্টিপাত কিছুটা থামলেও বেশিরভাগ জায়গায় টানা বৃষ্টিপাত হয়।
বিজ্ঞাপন
চার থেকে সাড়ে চার ঘণ্টার বৃষ্টিতে রাজধানী জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে৷ ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও ধানমন্ডি এলাকায় জলাবদ্ধতা ভয়ংকর চেহারা ধারণ করেছে।
মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের পানি, খাল পেরিয়ে ওয়াকওয়েতে, পরে চলে আসে মূল সড়কেই। এ সময় সড়ক সংলগ্ন বাড়ি ও দোকানপাট প্লাবিত হয়।
একই সময় হাটু পানিতে তলিয়েছে পল্টন, মালিবাগ, মুগদা, রামপুরা, খিলগাও।
কারই/এমএএম