সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরপুরে বৃষ্টিতে বিদ্যুতায়িত হয়ে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৯ এএম

শেয়ার করুন:

মিরপুরে বৃষ্টিতে বিদ্যুতায়িত হয়ে ৪ জনের মৃত্যু

মিরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় বৃষ্টির মধ্যে রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে এই ঘটনাটি ঘটেছে। এতে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর-১ নম্বর এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে ৪ জন মারা গেছেন। বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন।


বিজ্ঞাপন


পুলিশ জানিয়েছে, স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে শেরে বাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷

হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি পিকআপে তেরপাল দিয়ে ঢেকে কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের  মধ্যে চারজন মারা গেছেন।

নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলেন, মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫) ও মেয়ে লিমা (৭)। এই দম্পতির ছয়মাস বয়সী ছেলে হোসাইনকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই পরিবারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ অনিক (২০) নামে আরেক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

কারই/এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর