বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

অক্টোবরে ঢাকায় আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

US Election Team
গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র বায়ার্ন শিলা। সংগৃহীত ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের পরিস্থিতি পর্যবেক্ষণে আগামী ৭ অক্টোবর ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের ছয় সদস্যের একটি পর্যালোচনা দল।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র বায়ার্ন শিলার গণমাধ্যমকর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


দূতাবাসের এই মুখপাত্র জানান, ছয় সদস্যে প্রতিনিধি দলটি আগামী ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। মূলত প্রতিনিধি দলে ছয়জন সদস্য এবং তা‌দের সহায়তার জন্য আরও কিছু কর্মকর্তা থাক‌বেন।

 

সফরকালে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশন (ইসি) ছাড়াও রাজনৈতিক দল ও নাগরিক সমাজসহ স্থানীয় বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়াও মার্কিন প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগের আগে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশের কথা রয়েছে।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই-এর নীতিমালার ঘোষণা অনুযায়ী স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করবে।

ইসির তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে ঘিরেই আগামী ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের এই আগাম নির্বাচন পর্যবেক্ষক দল।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর