রাজধানীর পুরান ঢাকার বংশাল ও কোতোয়ালি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ জন ছিনতাইকারী গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১০ এর সদর দফর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, বুধবার (৬ সেপ্টেম্বর) র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বংশাল থানাধীন নয়াবাজার ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলেন- ফিরোজ খাঁন (২৬), বিল্লাল হোসেন (২১) ও মোবারক হোসেন (২৮)। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ছাড়াও একটি ছুরি, একটি ব্লেডযুক্ত ক্ষুর ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
এছাড়া একই দিনে কোতোয়ালি থানাধীন নয়াবাজার নবাব ইউসুফ রোড এলাকায় পৃথক আরেকটি অভিযানে আরও তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- রাসেল (৩২), আমিনুর মিয়া (৩৭) ও মহিনউদ্দিন (৩২)। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ফোল্ডিং (ভাঁজ করা যায় এমন) চাকু ছাড়াও দুটি ছুরি ও দুটি মুঠোফোনসহ নগদ ২০০ টাকা জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
র্যাব জানিয়েছে, গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে রাজধানী ঢাকার বংশাল ও কোতোয়ালি থানাসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সঙ্গে থাকা টাকা-পয়সা ও মুঠোফোনসহ মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে পৃথক ছিনতাই মামলা দায়েরের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
কেআর/আইএইচ