সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের রাখসান্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ১১:৩১ এএম

শেয়ার করুন:

র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের রাখসান্দ
ছবি: সংগৃহীত

‘এশিয়ার নোবেল‘ খ্যাত র‌্যামন ম্যাগসাসাইসাই পুরস্কার পেয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ফিলিপাইন থেকে বিশ্বব্যাপী মর্যাদাসম্পন্ন এই পুরস্কারে মোট চারজনকে ভূষিত করার ঘোষণা দেয় র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।

২০২৩ সালে উদীয়মান নেতৃত্বের ক্যাটাগরিতে এই পদক বিজয়ীদের একজন হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদান রাখায় তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার পাওয়া অপর তিনজন হলেন, ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল-ফেরারূ।


বিজ্ঞাপন


ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসেসের নামে প্রতিষ্ঠিত ‘র‌্যামন ম্যাগসেসে’ অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিস এই পুরস্কার দিয়ে থাকে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক সেক্রেটারি মিরা

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ৩৮ বছর বয়সী করভী রাখসান্দ ছয় বন্ধুকে নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ শুরু করেন। তারা ২০০৭ সালে অলাভজনক প্রতিষ্ঠান জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

সংস্থাটির ওয়েবসাইটে আরও বলা হয়, প্রথমে খুব ছোট পরিসরে যাত্রা শুরু হলেও বর্তমানে জাগো ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম বৃহৎ অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি মূলত শিক্ষা নিয়ে কাজ করে। তারা নিজস্ব ১১টি গতানুগতিক ও অনলাইন স্কুলের মাধ্যমে ১০টি জেলায় সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে সরকার-স্বীকৃত ইংরেজি ভাষার প্রাথমিক ও উচ্চশিক্ষার ব্যবস্থা করে থাকে। র‌্যামন ম্যাগসেসের বোর্ড অব ট্রাস্টিস তার এই কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দিয়েছে।


বিজ্ঞাপন


এর আগে ‘এশিয়ার নোবেল’ খ্যাত এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন আরও ১২ জন বাংলাদেশি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, স্যার ফজলে আবেদ খান, ড. মোহাম্মদ ইউনূস, ডা. জাফরুল্লাহ চৌধুরী ও অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। করভী রাখসান্দ ১৩তম বাংলাদেশি হিসেবে দেশের জন্য এই সুনাম বয়ে এনেছেন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর