সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের প্রলোভনে ধর্ষণ, বিটিআরসি কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

tt
প্রতীকী ছবি

বিয়ের প্রলোভনে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপ-পরিচালক সনজিব কুমার সিংকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) ভুক্তভোগী নারী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরেই সনজিবকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতার সনজিব ময়মনসিংহের আর কে মিশন রোড এলাকার বাসিন্দা গৌরাঙ্গ চন্দ্র সিংয়ের ছেলে। চাকরি সূত্রে ধানমন্ডি এলাকায় থাকেন। তিনি বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের উপ-পরিচালক হিসেবে কর্মরত।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, এক নারীর মামলার পরিপ্রেক্ষিতে সনজিবকে গ্রেফতার করা হয়। তার মোবাইল তল্লাশি করে ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

কেআর/জেবি


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর