গোপন তথ্যে রাজধানীর শ্যামলীতে অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির সক্রিয় ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে বুধবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস চেতনানাশক ছাড়াও ৪ কৌটা ঝাঁঝালো পদার্থ মিশ্রিত ভ্যাসলিন জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- মো. হাসান, মো. আজিজুর রহমান, বেচু, মো. হৃদয় ও মো. শামীম হোসেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গোপন তথ্যে শ্যামলী এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে চেতনানাশকসহ কতিপয় দুষ্কৃতিকারীর অবস্থানের খবরে বুধবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অজ্ঞান ও মলম পার্টির ওই পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতাররা কৌশলে চেতনানাশক ট্যাবলেটগুলো পথচারী, ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন যানবাহনে চলাচলরত যাত্রীদের চা, পানি কিংবা শরবতের সঙ্গে মিশিয়ে খাওয়াতো এবং ঝাঁঝালো ও ক্ষতিকর পদার্থ মিশ্রিত ভ্যাসলিন ভুক্তভোগীর চোখে লাগিয়ে সঙ্গে থাকা নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো। রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকা যেমন বাস টার্মিনাল, লঞ্চঘাট ও মার্কেটের সামনে তারা এমন অপরাধমূলক কাজ করতো।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলার পর গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন।
কেআর/আইএইচ

