মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানীতে যাত্রী ছাউনিতে মিলল মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে যাত্রী ছাউনিতে মিলল মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ

রাজধানীর শাহবাগে কার্জন হল সংলগ্ন যাত্রী ছাউনির নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম জানান, খবর পেয়ে কার্জন হল সংলগ্ন যাত্রী ছাউনি থেকে এক অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মো. শামীম আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

কেআর/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর