শুক্রবার (২৮ জুলাই) সকাল থেকে নগর পরিবহন চলছে না। আজ ঘাটারচর কাউন্টার থেকে কাঁচপুর ও নিউমার্কেট এবং কদমতলী রুটে কোনো বাসই ছাড়ছে না। ফলে ভোগান্তিতে পড়েছেন ঢাকায় আসা লোকজন।
সকাল ১০টায় সরেজমিনে ঢাকা দক্ষিণ সিটির ঘাটারচর এলাকার কাউন্টারে গিয়ে কোনো বাস ও সংশ্লিষ্টদের পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
যদিও কর্তৃপক্ষ দাবি করছে, বাস চলছে তবে হয়তো সীমিত।
এ বিষয়ে নগর পরিবহনের পরিচালক ধ্রুব আলম ঢাকা মেইলকে বলেন, বাস তো চলছে।

ঘাটারচর কাউন্টারে কোনো বাসের দেখা মেলেনি জানালে তিনি বলেন, হয়তো আজকের কারণে চলছে না। তবে খোঁজ নিতে হবে। এমনটা হতে পারে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
প্রতিদিন অফিসের কাজে আসেন কামরুল ইসলাম। সকালে তিনিও বের হয়েছিলেন। কিন্তু বাস কাউন্টারের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। এরপর বুঝতে পারেন বাস চলছে না। পরে সেখান থেকে তিনি হেঁটে ঘাটারচর মোড়ে আসেন। কিন্তু সেখানে এসে পড়েন আরেক বিপত্তিতে। কোনো সিএনজি মোহাম্মদপুর যাচ্ছে না। অনেক অনুরোধ করে একটি সিএনজিকে রাজি করান ওয়াশপুর পর্যন্ত যাওয়ার জন্য। পথে সেই সিএনজিতে তার সাথে কথা হয় এই প্রতিবেদকের।

কামরুল বলেন, এটা কোনো কথা! বাস কেন চলবে না? রাজনৈতিক দলগুলোর কারণে আমরা কেন ভোগান্তিতে পড়ব।
ঘাটারচর থেকে প্রতিদিন শত শত লোক ঢাকায় যাতায়াত করেন। যদিও আজ শুক্রবার। কিন্তু আজও অনেক লোকজন জরুরি কাজে আসছেন।
ঘাটারচর মোড়ে কথা হচ্ছিল কলেজ পড়ুয়া যুবক সাহাদাতের সাথে। তিনি একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বলেন, সিএনজিগুলোও যাচ্ছে না। এটা কেমন কথা! নগর পরিবহনও নাই!

এসময় সিএনজি ও বাসের জন্য সেই মোড়ে প্রায় ২০-৩০ জন লোক দাঁড়িয়ে ছিল। বেশির ভাগ লোকই নগর পরিবহন কাউন্টার থেকে ফেরত আসা।
পরে খোঁজ নিয়ে জানা গেল, ঘাটারচর থেকে মিরপুর রুটে প্রজাপতি কোম্পানির বাস চললেও আজ তা সীমিত করা হয়েছে। ফলে ভোগান্তি আরও বেড়েছে সেখান থেকে ঢাকায় আসা লোকজনের।
এমআইকে/এএস

