সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভুয়া ই-কমার্স সাইট-পেজ খুলে প্রতারণা, মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

ভুয়া ই-কমার্স সাইট-পেজ খুলে প্রতারণা, মূলহোতা গ্রেফতার
প্রতীকী ছবি।

ই-কমার্স সাইট ‘রবিশপের’ নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ খুলে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল একটি চক্র। গোপন তথ্যে অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতা আল ইমরান জুয়েলকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে নোয়াখালীতে বিশেষ অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। অভিযানে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নকল রবিশপ ওয়েবসাইটের ব্যাকআপ কপি সংবলিত একটি পেনড্রাইভ জব্দ করা হয়।


বিজ্ঞাপন


সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল হোসেইন তুহিন জানিয়েছেন, ই-কমার্স সাইট রবিশপের ওয়েবসাইটের (robishop.com.bd) অনুকরণে ‘robishoper.com’ নামে ভুয়া ওয়েবসাইট ও ‘Robi Bangladesh’ নামে ফেসবুক পেজ বানিয়ে একটি প্রতারক চক্র সাধারণ ভোক্তাদের কাছে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎ করে আসছিল। এ বিষয়ে দেশের অন্যতম বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি বাংলাদেশ কর্তৃপক্ষ গুলশান থানায় একটি মামলা দায়ের করে। পরে মামলাটির তদন্তকালে তথ্য-প্রযুক্তির সহায়তার ঘটনার সঙ্গে জড়িত প্রতারক চক্রটিকে শনাক্ত করে মূলহোতা জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের কাউন্টার টেরোরিজমের এই কর্মকর্তা বলেন, প্রতারক চক্রটি জাপানভিত্তিক ডোমেইন ও ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান ‘web.z.com’ থেকে ডোমেইন এবং বাংলাদেশভিত্তিক ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান ‘allothost.com’ থেকে হোস্টিং কিনে ‘robishop.com.bd’ এর অনুকরণে ‘robishoper.com’ নামে একটি ওয়েবসাইট তৈরি করে। পরে বিভিন্ন পণ্যে ৫০-৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত। এ ক্ষেত্রে বিজ্ঞাপন তৈরির জন্য ব্যবহার করা হতো অন্যান্য ই-কমার্স সাইট থেকে ক্লোন করা ছবি। এছাড়াও ভোক্তাদের বিভ্রান্ত করতে ‘Robi Bangladesh’ নামে একটি ফেসবুক পেজও তৈরি করা হয়েছিল। ফলে সাধারণ মানুষ এই ওয়েবসাইট ও ফেসবুক পেজকে প্রকৃত রবিশপের মনে করে কেনাকাটা করার জন্য ‘robishoper.com’ ওয়েবসাইটে দেওয়া বিকাশ, নগদ ও রকেট নম্বরে টাকা পরিশোধ করে প্রতারণার শিকার হতো।

সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল হোসেইন তুহিন আরও বলেন, ভুয়া ওয়েবসাইটটি কারিগরি দিক বিবেচনায় এতটাই দক্ষতার সঙ্গে তৈরি করা হয়েছিল যে- সাধারণ মানুষ সহজেই প্রতারিত হতেন। নিজেদের আড়াল করার জন্য প্রতারক চক্রটি সাধারণ গ্রাহকদের হেল্পলাইন নম্বর হিসেবে অনলাইন টেলিফোন সার্ভিস ব্রিলিয়ান্টের একটি নম্বর সরবরাহ করত। এছাড়াও বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য তারা ‘robishoper.com’ ওয়েবসাইটে দাফতরিক একটি ঠিকানাও দিয়েছিল।

এ ঘটনায় গ্রেফতার আল ইমরান জুয়েলকে বুধবার (১৯ জুলাই) গুলশান থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজমের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


কেআর/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর