শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ঢাকা

হঠাৎ ভোট কেন্দ্রে ইসি আলমগীর

ওয়াজেদ হীরা
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩, ১১:২১ এএম

শেয়ার করুন:

হঠাৎ ভোট কেন্দ্রে ইসি আলমগীর

সোমবার সকাল ৯টা ৪০মিনিট। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর ভোটার কম থাকায় বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে গল্প করছিলেন পোলিং এজেন্ট ও প্রার্থীর এজেন্টরা। এ সময় হঠাৎ কেন্দ্রে প্রবেশ করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তাকে দেখে অবাক হয়ে যায় সবাই। তাকে দেখে দাঁড়িয়ে যান সবাই।

বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে সকালে এই দৃশ্য দেখা যায়।


বিজ্ঞাপন


ভোটের পরিবেশ দেখতে হঠাৎ কেন্দ্রটিতে আসেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এরপর কেন্দ্রের প্রতিটি ভোট কক্ষ ঘুরে দেখেন। কোন প্রার্থীর এজেন্ট নেই, বা সবাই আছে কি না খোঁজ নেন। কোন কক্ষে কত ভোট পড়েছে সে বিষয়েও খোঁজ নেন।

তখন এক নারী ভোট কক্ষ থেকে বলা হয়, ‘এই কক্ষে এখনো ভোট পড়েনি। এখন পর্যন্ত ভোটার আসেনি। অন্য কক্ষেও ভোটার কমের বিষয়টি জানান কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা।

নির্বাচন কমিশনার আলমগীর বিভিন্ন প্রার্থীর এজেন্টদের খোঁজ নেন। প্রদর্শিত আইডি কার্ড দেখেন। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও খোঁজ নেন।

ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর ঢাকা মেইলকে বলেন, ‘এই কেন্দ্রে আসার আগে আরও অনেকগুলো কেন্দ্রে ঘুরে দেখেছি। এখানেসহ যতগুলো কেন্দ্রে গিয়েছি ভোটের পরিবেশ চমৎকার। সকালের কারণে কোনো কেন্দ্রে ভোট কম পড়ছে। কোনো কেন্দ্রে ভালো ভোটারও রয়েছে। সবমিলিয়ে একটি সুন্দর নির্বাচন।


বিজ্ঞাপন


পরিদর্শনের সময় কেন্দ্রে কোনো ভোটার না থাকায় কথা বলতে পারেননি তিনি। তবে কেন্দ্রে দায়িত্বে থাকা অন্যান্যদের সঙ্গে কথা বলে চলে যান এই নির্বাচন কমিশনার।

কেন্দ্রটিতে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য ঢাকা মেইলকে বলেন, ভোটার কম থাকায় সবাই খোশগল্প করছিলেন। এরমধ্যে পতাকাবাহী গাড়ি দেখে সবাই এটেনশন হয়। এ ধরনের ডিউটিতে যখন তখন যে কেউ আসতে পারে। আমরাও চাইলেও ডিউটিতে ফাঁকি দেওয়ার সুযোগ নাই।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা অনিল চক্রবর্তী ঢাকা মেইলকে বলেন, কমিশনার স্যার হঠাৎ পরিদর্শনে এসেছেন। আসাটাই স্বাভাবিক। কারণ কেমন ভোট হচ্ছে কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি বিষয়ে জানতে ঊর্ধ্বতন স্যারদের যে কারও যেকোনো সময় আসাটা স্বাভাবিক।

জানা যায়, বিএএফ শাহীন কলেজ ভোট কেন্দ্রে ৩৩৯৪ জন ভোটার। এর মধ্যে পুরুষ ২০০২ এবং নারী ভোটার ১৩৯২ জন। ৯টা ৪০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১১টি। ভিআইপি এলাকা হওয়ায় দুপুরের পর ভোটার বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে অন্যতম তিন প্রার্থীকে এগিয়ে রাখছেন স্থানীয় ভোটাররা। আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহম্মদ এ. আরাফাত, স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা ভোটারদের।

উপনির্বাচনে অংশ নেওয়া অন্য প্রতিদ্বন্দ্বিরা হলেন- জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন।

ডব্লিউএইচ/এমআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর