সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদের জামাত শেষে মুসল্লিদের কোলাকুলি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ০৮:৫৬ এএম

শেয়ার করুন:

ঈদের জামাত শেষে মুসল্লিদের কোলাকুলি
ছবি: ঢাকা মেইল।

ত্যাগ ও বিসর্জনের বার্তা নিয়ে দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাথায় নিয়েও সকাল থেকেই দলবেঁধে ঈদের জামাতে অংশ নিতে মসজিদে যাচ্ছেন মুসল্লিরা। নামাজ শেষে অনেককে কোলাকুলি করে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতেও দেখা যায়।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় এই দৃশ্য দেখা যায়।


বিজ্ঞাপন


রাজধানীতে ঈদের জামাত সকাল ৭টা থেকে বিভিন্ন মসজিদে পর্যায়ক্রমে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তবে কোরবানির ঈদ হওয়ায় মুসল্লিরা সকাল সকাল নামাজ আদায় করে কোরবানি দিয়ে থাকেন।

eidমহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় এদিন ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন। এজন্য বেশিরভাগ মুসল্লি সকাল ৭টা থেকে সারে ৮ টার মধ্যে নামাজে অংশ নিয়ে থাকেন। রাজধানীর ফার্মগেট, রাজাবাজার, শুক্রাবাদ, পান্থপথ এলাকায় দেখা যায়, সকাল থেকে টানা বৃষ্টির কারণে অনেক এলাকার অলি গলি পানির নিচে থাকলেও অনেকেই পানি মারিয়ে আসছেন মসজিদে। অনেকেই ছাতা নিয়ে, জায়নামামাজ হাতে নিয়ে মসজিদে আসছেন। মসজিদে জায়গা কম হতে পারে বলে অনেক বাসা ভবনের নিচে নামাজের ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবারের মতো এবারও ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে থেকে শুরু হয়েছে ঈদের জামাত যা সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হবে। এছাড়াও অন্যান্য মসজিদগুলো আগেই নামাজের সময়সূচি করেছে যা স্থানীয়দের সুবিধার্থে মাইকে জানিয়েছেন।

ডব্লিউএইচ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর