বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

অবৈধ সিমকার্ড বিক্রয়কারী চক্রের মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২৩, ০৯:৪৪ এএম

শেয়ার করুন:

অবৈধ সিমকার্ড বিক্রয়কারী চক্রের মূলহোতা গ্রেফতার

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড বিক্রয়কারী চক্রের মূলহোতা মো. আনোয়ার হোসেনকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব-৩। এ সময় বিপুল পরিমাণ অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, গতকাল সন্ধ্যায় খিলগাঁও থানাধীন মহানগরী ওয়েস্ট ভিউ এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত ৫৮২টি সিমকার্ড জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় দীর্ঘদিন যাবত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে তথ্য হাতিয়ে এসব অবৈধ রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড সংগ্রহপূর্বক ক্রয়-বিক্রয় করে আসছে। এসব সিমকার্ড ব্যবহার করে বিভিন্ন অপরাধী চক্র তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে থাকে। এরই সুযোগকে কাজে লাগিয়ে অপরাধী চক্র আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিজেদেরকে গোপন রাখতে এই সিমকার্ড  ব্যবহার করে থাকে।

এসকল অসাধু সিমকার্ড ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

কেআর/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর