বাবা আমাদের জীবনে এমন একজন ব্যক্তি যাকে ভালোবাসতে বা কিছু উপহার দিতে নির্দিষ্ট কোনো দিবসের প্রয়োজন হয় না। তবুও বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার পালন করা হয় বাবা দিবস। এইতো বিশেষ দিনটি এলো বলে।
বাবা দিবসে বাবাকে ভালোবেসে দিতে পারেন উপহার। অনেকে ভাবেন, বাবাকে কী উপহার দেওয়া যায়? চলুন কিছু উপহার সম্পর্কে জেনে নিই। আপনার পছন্দের তালিকায় এগুলো রাখতে পারেন-
বিজ্ঞাপন

ঘড়ি
বাবাকে দিতে পারেন ভালো ব্র্যান্ডের ঘড়ি। ডায়াল ঘড়ি ভালোবাসলে সেটিই দিন। তবে এখন স্মার্ট ওয়াচের ট্রেন্ড চলছে। এমন একটি ঘড়ি উপহার হিসেবে কিন্তু মন্দ নয়। রোজ কত কিলোমিটার হাঁটছেন, কত ক্যালরি খরচ ও হাঁটার গতি কেমন ছিল সব তথ্য বাবা জানতে পারবেন স্মার্ট ওয়াচের মাধ্যমে। এই উপহারটি বেশ উপকারী।
কেডস বা জুতা
বিজ্ঞাপন
বাবা যদি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন তবে অবশ্যই তাকে একজোড়া আরামদায়ক ভালোমানের কেডস বা জুতা উপহার দিতে পারেন। সকাল বা বিকেলে হাঁটার সময় এই জুতাজোড়া তার উপযুক্ত সঙ্গী হতে পারে।

চশমা
অনেক বাবাই চশমা পরে থাকেন। বয়স বাড়ার সাথে সাথে এটি নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। সংসার ও অফিসের ব্যস্ত সময় পার করে বাবারা নিজের দিকেই খেয়াল করেন না অনেক সময়। আপনার বাবার চোখের পাওয়ার ঠিক আছে কিনা পরীক্ষা করে নিন। তাকে উপহার দিতে পারেন ডাস্ট প্রোটেকটেড, সান প্রোটেকটেড ও অ্যান্টি রিফ্লেকশন সুবিধা সমৃদ্ধ চশমা। যা বাবার প্রয়োজনে আসবে প্রতিদিন।
পারফিউম
বাবাকে দিতে পারেন তার পছন্দের কোনো পারফিউম। যদি বাবা সুগন্ধি পছন্দ করেন তাহলে তার জন্য নির্বাচন করুন অ্যালকোহলমুক্ত কোনো পারফিউম। সেক্ষেত্রে নামাজে ব্যবহারের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না।

অফিস ব্যাগ
চাকরিজীবী বাবাদের জন্য অফিস ব্যাগ হতে পারে একটি বিশেষ উপহার। প্রতিদিন অফিসে যাওয়া-আসা করতে এটি ব্যবহার করতে পারবেন তিনি। ভালো কোনো ব্র্যান্ডের অফিস ব্যাগ নির্বাচন করতে পারেন উপহার হিসেবে। তাছাড়া অফিসে না গেলেও কোথাও বেড়ানোর জন্য হলেও বাবার একটি ব্যাগের প্রয়োজন তো আছেই।
লাঞ্চ বক্স
বাবারা কাজের সুবাদে দীর্ঘ সময় অফিসে বা কর্মস্থলে থাকেন। তারা চেষ্টা করেন খাবার বাসা থেকে নিয়ে যেতে। তাছাড়া কাজের ফাঁকে বাসার খাবার কাজের মধ্যে তাকে কিছুটা হলেও স্বস্তি দেয়। কিন্তু সেই লাঞ্চ বক্স যদি সাধারণ কোনো বক্স হয় তবে বাবার স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বাবার স্বাস্থ্যকে দীর্ঘস্থায়ী ক্ষতি থেকে বাঁচাতে তাকে উপহার দিতে পারেন ফুডগ্রেড প্লাস্টিকের তৈরি লাঞ্চ বক্স।

থার্মাল পানির বোতল
বাবা যদি সকালে নিয়মিত হাঁটেন কিংবা বেশ খানিকটা পথ পায়ে হেঁটে অফিসে যান তাহলে নিশ্চয়ই পথে পানি প্রয়োজন হতে পারে। এর জন্য থার্মাল বোতল উপহার দিতে পারেন। কারণ এই বোতলে উষ্ণ কিংবা শীতল যেই তাপমাত্রার পানিই রাখা হোক না কেন দীর্ঘ সময় ধরে তা একই থাকবে। তাই তীব্র গরমে বাবা ঠান্ডা পানি পান করতে পারবেন। সুন্দর একটি থার্মাল পানির বোতল হতে পারে বাবার জন্য বিশেষ উপহার।
মোবাইল ফোন
আপনার বাজেট যদি একটু বেশি থাকে তাহলে বাবাকে দিতে পারেন স্মার্টফোন। আমাদের অনেকের বাবাই বাটন ফোন ব্যবহার করেন। পরিবারের সবার চাহিদা মেটাতে গিয়ে নিজের জন্য কিছুই কিনতে চান না বাবারা। যুগের সাথে মানানসই একটি ভালো ব্র্যান্ডের স্মার্ট ফোন দিতে পারেন বাবাকে। স্মার্টফোনের সুবিধাগুলোর সঙ্গে বাবাকে পরিচয় করাতে ভুলবেন না যেন।

কলম
হাতে বাজেট কম, কিন্তু বাবাকে কিছু দিতে মন চাইছে? এমনটা হলে কিনে ফেলুন কলম। একটি আকর্ষণীয় কলম পেলেও তিনি কিন্তু খুশি হবেন। কিছু লিখতে বা স্বাক্ষর করতে এটি বাবার কাজে আসবে।
গাছ
বাবা যদি বৃক্ষপ্রেমী হন, তাকে বিভিন্ন ফুল বা ফলের চারা উপহার দিতে পারেন। গাছ ভালোবাসেন এমন বাবাদের জন্য এর চেয়ে ভালো উপহার আর কিছু হতেই পারে না।
বাবাকে উপহার দিতে অনেক অর্থ প্রয়োজন এমনটা কিন্তু ঠিক নয়। এই উপহারগুলো না দিতে পারলেও নিজের হাতে লেখা চিঠি কিংবা নিজে বানানো কার্ড দিতে পারেন তাকে। রান্না করতে পারেন বাবার প্রিয় পদ। উপহার হিসেবে কিন্তু এগুলোও মূল্যবান।
এসবিএ/এনএম

