সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুখে সরিষার তেল মাখলে কী হয়?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৩, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

মুখে সরিষার তেল মাখলে কী হয়?

অনেকেই সরিষার তেল গায়ে মাখেন। শীতকালে তো বটেই গরমেও এই তেল গায়ে মাখেন কেউ কেউ। ধারণা করা ত্বকের জন্য সরিষার তেল বেশ ভালো। কিন্তু এ কথার সত্যতা কতটুকু? আসলেই কি ত্বকের জন্য সরিষার তেল উপকারি? চলুন জেনে নিই- 

ত্বকের জন্য সরিষার তেল উপকারি। তবে তা হতে হবে খাঁটি। কাচ্চিঘানিতে ভাঙানো তেল ব্যবহার করাই সব থেকে ভালো। চলুন এর কিছু উপকারিতা জেনে নিই-


বিজ্ঞাপন


oil

বলিরেখা কমায় 

সরিষার তেলে রয়েছে ভিটামিন ই, এ এবং বি কমপ্লেক্স। যা ত্বকের জন্য খুব ভালো। বলিরেখা কমাতে দারুণ কাজে দেয় এই তেল।  

চুলকানি দূর করে 


বিজ্ঞাপন


বর্ষাকালে অনেকের ত্বকেই চুলকানি, ঘামাচি বা ঘা হয়। সরিষার তেলে রয়েছে অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান। নিয়মিত এই তেল মাখলে ত্বকের এসব সমস্যা থেকে দূরে থাকা যায়। 

oil

ঠোঁট ফাটা সারায় 

অনেকেরই সারা বছর ঠোঁট ফাটে। রাতে একটু সরিষার তেল ঠোঁটে লাগিয়ে ঘুমাতে যান। এই সমস্যা কমে যাবে। 

রোদে পোড়া ত্বকের দাগ দূর করে

রোদে পোড়া ত্বকের দাগ ছোপ তুলতে চান? বেসন, দই আর লেবুর রসের সঙ্গে সরিষার তেল মিশিয়ে মুখে মাখুন। ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু থেকে তিন দিন এই প্যাক ব্যবহারেই ট্যান দূর হবে।  

oil

ত্বকের জেল্লা বাড়ায় 

সরিষার তেল ও নারকেল তেল মিশিয়ে মুখে মালিশ করুন। এরপর ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফিরবে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর