শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ঢাকা

মেঘে ঈদ কালেকশন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২৩, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img

ফ্যাশন হাউজ মেঘ ঈদুল আজহা উপলক্ষে এনেছে বড়দের ও ছোটদের রকমারি পোশাক। 

এসব পোশাকের মধ্যে আছে ছেলেদের পাঞ্জাবি, শার্ট টি-শার্ট, মেয়েদো সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, আনস্টিচ, ছোটদের ফতুয়া, পাঞ্জাবি, ফ্রক ও টি-শার্ট। 


বিজ্ঞাপন


meghএছাড়াও পরিবারের সবার ও কাপলদের জন্য রয়েছে একই রঙ ও নকশার পোশাক। 

খুচরার পাশাপাশি পাইকারি কেনা যাবে এসব পোশাক। ঘরে বসে অনলাইনেও কেনা যাবে। ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিচতলায় শোরুটির অবস্থান। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন