শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঘরের দেয়ালে মনের রঙ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

ঘরের দেয়ালে মনের রঙ
বছর বছর দেয়ালে রঙ করা বেশ ঝক্কির! যারা ভাড়া বাসায় থাকেন, তাদের জন্য কাজটা আরো কঠিন। বাড়িওয়ালাকে ঘর-বাড়ি রঙ করিয়ে দেয়ার অনুরোধ জানাতে হয়। কিন্তু আপনি চাইলে নিজেই দেয়ালের রঙ বদলাতে পারেন। নোংরা দেয়াল ঢাকতে ব্যবহার করতে পারেন ওয়ালপেপার। অনেকটা স্টিকারের মতোই। ইচ্ছামতো লাগান। ইচ্ছে হলে খুলে ফেলুন। 

দেওয়ালে রঙ করানোর মতো বাজেট থাকে না অনেকেরই। রঙের বিকল্প হিসাবে বাজারে রয়েছে একটি চমৎকার সমাধান— আঠা লাগানো ওয়ালপেপার। অনলাইনে সহজলভ্য, স্টিকারের মতো পিছনের কাগজ খুললেই আঠা লাগানো ওয়ালপেপার মুহূর্তে তৈরি।


বিজ্ঞাপন


দেওয়ালে সহজে লাগানো যায়, আবার বাড়ি ছাড়ার সময়ে অনায়াসে খুলেও ফেলা যায় দেওয়ালের কোনও রকম ক্ষতি না করেই।

এগুলো কেনার আগে কিছু বিষয়ে মাথায় রাখায় হবে। না হলে মাঝেমাঝে বেশি ঝামেলায় প়ড়তে হয়।

যতটা সহজ লাগানো মনে হবে, ততটা আদতে নয়। অনেক ক্ষেত্রে সাধারণ ওয়ালপেপার পেশাদারদের দিয়ে লাগিয়ে নেওয়া অনেক বেশি সহজ। এক বার আঠা খুলে লাগানো শুরু করলে ভুল ভ্রান্তি হলে ভোগান্তিতে পড়তে হবে। বিশেষ করে হাওয়া ঢুকে বুদবুদের মতো যদি উঠে থাকে সেটাও খুব একটা ভাল দেখায় না।

ওয়ালপেপার অনলাইনে রোল হিসাবে কিনতে পাওয়া যায়। কিন্তু সাধারণ ওয়ালপেপারের চেয়ে এগুলোর রোলে অনেকটাই কম থাকে। তাই রোল হিসাবে নয়, স্কয়ার ফিট হিসাবে কিনুন। দামের তফাতও সে ভাবেই করবেন।


বিজ্ঞাপন


wallধীরে ধীরে করবেন। পুরোটা একসঙ্গে খুলে লাগানোর চেষ্টা করবেন না। তাহলেই বেশি গোলমাল হয়ে যায়।

এমন নকশা না কেনাই ভাল যেগুলো একটার পর একটা লাগালে মেলাতে অসুবিধা হবে। তাই নকশা যতই সুন্দর লাগুক, ছিমছিম ডিজাইনই কেনা ভালো।

ছোটখাটো ভুলভ্রান্তি হলে বেশি মন খারাপ করবেন না। এই ওয়ালপেপারগুলো এক-দুইবার ফের খুলে লাগানো যায়। তবে মনে রাখবেন, যতটা ধীরে ধীরে করবেন তত ভালো ফল পাবেন। হাওয়া ঢুকে বুদবুদ তৈরি হলে ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে চেপে চেপে সমান করে দিন।

বাড়তি ওয়ালপেপার থাকলে ভুলেও ফেলে দেবেন না। কোনও অংশ ভবিষ্যতে কোনও কারণে নোংরা হয়ে গেলে আপনি সেই জায়গায় ব্যবহার করে নিতে পারবেন।

লাগানোর আগে দেওয়াল অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ধুলোবালি থাকলে আঠা লাগতে অসুবিধা হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর