রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিষ্টি আম চেনার উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৩, ০৬:২০ পিএম

শেয়ার করুন:

মিষ্টি আম চেনার উপায়

আম কিনতে গেলেন বাজারে। দোকানদার মিষ্টি বলে যে আমগুলো দেখিয়েছে সেগুলো কিনে ঘরে ফিরলেন। কিন্তু বাড়ি ফিরে দেখলেন আমগুলো সব টক। কেমন লাগবে এমনটা হলে? 

ছোটখাটো টিপস মেনে চললে এমনভাবে আর ঠকতে হবে না আপনাকে। মিষ্টি আম চিনবেন কী করে? চলুন তা জেনে নেওয়া যাক- 


বিজ্ঞাপন


mango

সুন্দর ঘ্রাণ 

মিষ্টি আম থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে। আম কেনার সময় বোঁটার কাছের অংশ শুঁকে দেখুন। যদি মৃদু ঘ্রাণ নাকে ভেসে আসে তবে এই আম কিনতে পারেন নিশ্চিন্তে। কারণ এই আমগুলো মিষ্টি হবে। 

নরম হবে 


বিজ্ঞাপন


গাছপাকা মিষ্টি আম নরম হবে। তাই কেনার সময় আমের গা টিপে দেখুন।‌ যদি দেখেন আঙুলের চাপে কিছুটা গর্ত হচ্ছে তবে বুঝবেন সেই আম পাকা ও মিষ্টি। 

mango

আমের রঙ 

আমের রং যদি গাঢ় হলুদ হয় তবে আমের স্বাদ মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।‌ তবে আমের গড়ন গোলাকার হলে বুঝবেন এর স্বাদ ভালো হবে। খোসা পাতলা কিনা বুঝে নিন আঙুল দিয়ে। তবেই আকার ও স্বাদে, সবদিক থেকেই সেরা আম কিনতে পারবেন। 

দাগ থাকলে 

আমের খোসায় কোনো দাগ থাকলে সেই আম না কেনাই ভালো। কেননা এর ভেতরের কিছু অংশ খারাপ হলেও হতে পারে। এমনকি স্বাদও খারাপ হতে পারে। কেনার সময় আমের গা যেন নিটোল ও মসৃণ দাগহীন হয় সেদিকে খেয়াল রাখুন।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর